November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম সফর

অমরকন্টক স্মৃতি (দ্বিতীয় পর্ব)

[kodex_post_like_buttons]

বিপ্লব মজুমদার

ভৃগু কমণ্ডলু থেকে ফিরতে সন্ধ্যে হয়ে গেলো l অনুভবকে ভোগ করার বাসনায় কোটিতীর্থের ঘাটে বসে পড়লাম l মনে মনে ভাবছি যুগযুগ ধরে মহান ঋষি , সাধু , মহাত্মা ও মুক্তিকাামী মানুষ মা নর্মমদার তটে মোক্ষ লাভ করে কৃতার্থ হয়েছেেন মা নর্মদাার কৃপায় l তাঁদের চিৎ রেণুতে সমস্তত বাতাবরণ পূর্ণ l এর প্রভাবে তন্ময় হয়ে বসেছিলাম l হঠাৎ ই মনে হলো আগেরবার কবীর চবুতরাতে যাওয়া হয় নি l শ্রদ্ধেয় রজত স্যার বলে দিয়েছিলেেন অবশ্যই ওখানে যাবি l

ধর্মশালায় ফিরে শুয়ে পড়লাম l খুব ভোরে উঠে প্রাতঃ কৃত্যাদি সেরে বেড়িয়ে পড়লাম l নর্মদা কে বাঁয়ে রেখে এগিয়ে চললাম l মাইল দুুই চলার পর রাস্তা দুভাগ হয়ে গেছে l সোজা কপিলধারা l বাঁ দিকে কবীর চাবুতারার রাস্তা l সূর্যের প্রথম কিরণে সমস্ত মেইকাল জেগে উঠলো l ডানদিকে দূরে এক মন্দির দেখা যাচ্ছে l মুলরাস্তা থেকে একটুু উৎরাই বরাবর এগিয়ে যেতেই মন্দিরে পৌঁছে গেলাম l এখানে নর্মদা অনেকটা প্রশস্ত l আশ্র্রমবাসী বললেন এটাই এরান্ডি সঙ্গম l ছোট পাহাড়ী ঝোড়া এরান্ডি এখানে মা নর্মদা তে মিশেেছে l বর্তমানে শুধু নদীখাত টাই আছে l এটি এক সিদ্ধ মহাত্মা র তপঃস্থলী l দর্শন করে এগিয়ে চললাম পাকদন্ডী পথে l মূল রাস্তায় উঠে সোজা হাঠতে লাগলাম l দুপাশে শাল সেগুন সাজা গাাছের জঙ্গল l হালকা চড়াই উৎরাই এর রাস্তা l কোনো জন প্রাণী চোখে পড়ছে না l মাঝে মধ্যে দু একটা গাড়ী হুশ হুঁশ করে চলে যাচ্ছে l হঠাৎ বাঁক নিয়েই দেখি শয়ে শয়ে বাঁদর রাস্তায় l পালের গোদাগুলো তেড়ে এলো l চুপ করে দাঁড়িয়ে পড়লাম l কিছু বললো না l খানিক বাদে রাস্তা ছেড়ে দিলো l আমি এগিয়ে চললাম l কিছুটা গেছি দেখি উল্টো দিক থেকে দুজন সাধু হেঁটে আসছেন l আমি হর নর্মদে বলে সম্বোধন করতেই একজন বলে উঠলো প্রণাম কর l আমি হেসে প্রণাম করতেই উনারা হাঁটা দিলেন l আমি ও চলতে শুরু করলাম l সকাল ন টা নাগাদ পৌঁছে গেলাম কবীর চবুতরাতে l 

কী অপূর্ব এই তপঃস্থলী!! চারিপাশে পাহাড় ও নিবীড় জঙ্গলের মধ্যে ছোট ছোট তিনটি কুটীর, পাকা দেয়ালের একটি কুটীর, জলের কুন্ড ও চবুতরা নিয়ে সাধক কবীরের এই চবুতরা l জনশ্রুতি এই যে মহাত্মা এখানেই সিদ্ধী লাভ করেছিলেন l মহাত্মা হিন্দু মুসলিম ও শিখ সম্প্রদায়ের সাথে জড়িত l তিনি ছিলেন মহাত্মা রামানন্দের শিষ্য l আবার মহাত্মা রামানন্দের নাথপন্থী যোগীর সাথে যোগ l সে অনেক কথা lএতো নিস্তব্ধ পরিবেশ যে নিজের শ্বাস এর শব্দ (নাদ) শোনা যায় l ধন্য এই তপোভূমি l মহাত্মা কবীরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেড়িয়ে পড়লাম l পরবর্তী গন্ত্যব্য রুদ্রগঙ্গা l
হর নর্মদে!

Related Posts

Leave a Reply