June 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

আয়রনম্যানের পোশাক নিয়ে চম্পট দিলো চোর !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আয়রনম্যান চলচ্চিত্রের বিখ্যাত পোশাকটি চুরি হয়ে গেছে। এটি কোনো ডুপ্লিকেট নয়, একেবারেই আসল পোশাক। প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের পোশাকটির খোঁজে আপাতত সন্ধান চালাচ্ছে লস অ্যাঞ্জেলসের পুলিশ।

লস অ্যাঞ্জেলসের সিনেমার সরঞ্জাম রাখার একটি মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় পোশাকটি। ২০০৮ সালে আয়রনম্যান ছবিতে অভিনয়ের সময় রবার্ট ডাউনি জুনিয়র এই পোশাকটি পরেছিলেন। চলচ্চিত্রে যারা আয়রনম্যানের ভক্ত তারা হয়ত এর মূল্য জানেন। লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে গত মঙ্গলবার আয়রনম্যান পোশাকটি চুরির অভিযোগ লিপিবদ্ধ করা হয় মিউজিয়াম কতৃপক্ষের তরফ থেকে।

 

Related Posts

Leave a Reply