September 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

তেহেরানের পর এবার ইরান সরকারের পরিবর্তন চাইলো আমেরিকা 

[kodex_post_like_buttons]

 

নিউজ ডেস্কঃ

ইরানের সরকার-পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করলো আমেরিকা। নিজেদের পছন্দের সরকার বেছে নিতে ইরানি জনগণের প্রতি আহ্বান জানালো তারা। খবর বার্তা সংস্থা এএফপি’র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও বলেন, ‘ইরানের জনগণকে নিজেদের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব বেছে নেওয়া উচিত।’

এর আগে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ তেহরানের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপের খসড়া প্রস্তুত করার একদিন পর তিনি ইরানের জনগণের প্রতি এই আহ্বান জানালেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহিলা মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, ‘কোনো দেশের সরকারকে পরিবর্তন করা মার্কিন নীতি নয়, কিন্তু আমরা এই কথা পরিষ্কারভাবে জানাতে চাই যে তেহরানে নতুন সরকারের যুগ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে স্বাদরে আমন্ত্রণ জানাবে।

 

Related Posts

Leave a Reply