June 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

আবারও বিয়ে করছেন হৃত্বিক রোশন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

২০১৪ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদ হয়েছিলো হৃত্বিক রোশন এবং সুজান খানের। তারপর থেকেই দুই ছেলের দায়িত্ব সমান ভাবে পালন করেছেন তারা। এতদিন পর ফের নাকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক। আর এই সিদ্ধান্ত নাকি ছেলেদের ভবিষ্যতের জন্যই নিয়েছেন এই বলিউড সুপারস্টার। কিন্তু পাত্রী কে? তাই নিয়েই চলছে জল্পনা। শোনা যাচ্ছে, হৃতিকের এবারের বিয়ের পাত্রীও নাকি সুজান খান। অর্থাৎ, বিচ্ছেদের পর সন্তানদের কথা ভেবেই নাকি ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পার্টি, ডিনার বা ছুটি- সব কিছুতেই এই কবছর দুই ছেলে রেহান এবং রিদানকে একসঙ্গে সময় দিয়েছেন হৃতিক-সুজান। এক সাক্ষাতকারে সুজানকে নিজের জীবনের ভালবাসার মানুষের নাম বলতে বলা হয়। সেখানে তিনি দুই ছেলের পর হৃতিকের নামই বলেছিলেন। ফলে সব মিলিয়ে হৃতিক-সুজান যে ভাল বন্ধু, তা একাধিকবার প্রকাশ্যে বলেছেন এই জুটি। দাম্পত্য না টিকলেও বন্ধুত্বে যে বিচ্ছেদ হবে না, এমন ইঙ্গিতই দিয়েছিলেন তারা। এ বার ছেলেদের কথা ভেবেই নাকি নিজেদের সম্পর্ককে আরও একবার সময় দিতে চান এই জুটি।

Related Posts

Leave a Reply