June 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ক্রিকেট তারকাদের পরামর্শ ‘লাভ গুরু’ হরভজন সিংএর 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রিকেটার থেকে সোজা ‘লাভ গুরু’ হয়ে গেলেন হরভজন সিং। তাই এখন উঠেপড়ে লেগেছেন জহির খান, বিরাট কোহলি, শোয়েব মালিকদের সম্পর্ক নিয়ে পরামর্শ দিতে৷ সিনিয়র বলে কথা৷ তাই ‘নো ফিল্টার উইথ নেহা’ শোতে এসে সেই ভূমিকা পালন করলেন তিনি। নিজেই টুইট করে পোস্ট করেছেন সেই ভিডিও।

হরভজন সিং বিয়ে করেছেন অভিনেত্রী গীতা বসরাকে। তার পথেই হেঁটেছেন যুবরাজ সিং, বিরাট কোহলি, জহির খান। এদের প্রত্যেকের স্ত্রী তারকা অভিনেত্রী। শোয়েব মালিকের স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জা। তাই তারকা পত্নীদের কীভাবে মন খুশি করে চলতে হবে সেই পরামর্শ দিলেন হরভজন সিং।

বিরাট-আনুশকার উদ্দেশ্যে হরভজন বলেন, একসঙ্গে থাকো, দু’জন-দু’জনের সঙ্গে মানিয়ে চলো, দু’জনকে যত বুঝবে, সম্পর্ক তত সুন্দর হবে।  শোয়েব-সানিয়াকে হরভজন বলেন, ওদের এবার একসঙ্গে সময় কাটানো উচিত। জহির খান-সাগরিকা ঘাটগেকে বললেন ঠিক এর উল্টো কথা। এবার একটু আলাদাও সময় কাটানো উচিত ওদের। তবে হরভজনের ‘লাভ গুরু’ কিন্তু একজনই। আর তিনিও বলিউড তারকার স্বামী। গীতা বসরাকে নিজের করে নিতে নাকি ১০ মাস লেগেছিল হরভজনের। আর তার ‘লাভ গুরু’ ছিলেন যুবরাজ সিং।

 

Related Posts

Leave a Reply