২০২০ এশিয়া কাপ পাকিস্তানে! প্রবল সংশয়
কলকাতা টাইমসঃ
দীর্ঘ দিন কোনো আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসেনা পাকিস্তানে। ২০০৯ লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর হামলার ঘটনা এখনো ভোলেনি ক্রিকেট বিশ্ব। গত ১০ বছরে একমাত্র দেশ হিসেবে জিম্বাবোয়ে ২০১৮ তে খেলতে যায় সেদেশে। এরই মধ্যে এক অবাক কান্ড ঘটালো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী বছর অর্থাৎ ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের ভার তুলে দেওয়া হলো পাকিস্তানের হাতে।
মঙ্গলবার সিঙ্গাপুরে একথা ঘোষণার পরেও এই আয়োজন নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে কাউন্সিল। একই সঙ্গে তারা জানিয়ে দিয়েছে এই সময়ের মধ্যে ভারত পাকিস্তান সম্পর্ক সহ অন্যান্য পরিস্থিতির উন্নতি না হলে সরিয়ে নেওয়া হতে পারে এশিয়া কাপ। ২০০৮ সালে শেষ এশিয়া কাপের আসর বসেছিল পাকিস্তানে।