June 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

অনাথ জেব্রা শাবকের দেখভালে জেব্রা রুপি মানুষ মা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

শুরাজ সিংহের আক্রমণে প্রাণ হারিয়েছে মা। কোনোক্রমে সেদিন প্রাণে বেঁচে গেলেও, এর পর থেকেই অনাথ এক জেব্রা শাবক। কেনিয়ার সাভো ইস্ট ন্যাশনাল পার্কে প্রাণ ভয়ে ঘুরে বেড়ানো জেব্রা শাবকটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়  সেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট নামক একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। ওই কেন্দ্রের কর্মীরা তার যত্নআত্তির ত্রুটি রাখছিলেন না। কিন্তু কিছুতেই মানুষের সহচর্য মানিয়ে নিতে পারছিল না জেব্রা শাবকটি।

দিন রাত যেন তার মা কেই খুঁজে বেড়াতে লাগলো জেব্রা শাবকটি। ঠিক তখনই এক অভিনব পন্থা নিলেন সেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা। নিজেদের জেব্রার পোশাকে রাঙিয়ে নিয়ে শাবকটির দেখভাল শুরু করলেন তারা। কাজও হলো ম্যাজিকের মতন। সাদা-কালো ডোরাকাটা পোশাকেই মন ভুললো ওই একরত্তির। নিজেদের ফেসবুক পেজে সেই তথ্য এবং ছবি পোস্ট করেছেন ওই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের সদস্যরা।

Related Posts

Leave a Reply