June 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কাতার বিশ্বকাপ: স্টেডিয়াম জুড়ে ‘বার’ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাতার বিশ্বকাপে স্টেডিয়ামেই দর্শকদের জন্য থাকছে মদ্যপানের ব্যবস্থা।  মুসলিম অধ্যষিত আরব বিশ্বের অন্যতম কনজারভেটিভ দেশটিতে আগামী ২০২২ সালে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় তৈরী করা হয়েছে ধা-চকচকে অত্যাধুনিক সব স্টেডিয়াম। বিশ্বকাপ চলাকালীন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল সর্মথকরা উপস্থিত হবেন সেদেশে।

প্রসঙ্গত, ২০১০ সালে কাতার বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই সেদেশে মদ্যপানের কড়াকড়ি নিয়ে আলোচনা শুরু হয়। কারণ এই দেশে মদ্যপানের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ রয়েছে। জানা যাচ্ছে, কাতারের বিশ্বকাপ সংস্থা,স্টেডিয়াম গুলোতে বিয়ার এবং অন্যান্য হার্ড এবং সফ্ট ড্রিংকস সররবরাহের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে সাধারণ মানের টিকেটধারীদের জন্য এই অ্যালকোহল গ্রহণ থেকে সম্ভবত বিরত থাকতে হবে। আপাতত হসপিটালিটি প্যাকেজের টিকিটধারীদের জন্যই এই সুবিধা পাবে।

Related Posts

Leave a Reply