June 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বায়ো-বলয় ভেদ করায় বরখাস্ত বিশ্বসেরা আম্পায়ার !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বায়ো-বলয় ভেদ করায় অব্যাহতি বিশ্বকাপের সেরা আম্পায়ারকে। জানা যাচ্ছে, কোনো রকম অনুমতি না নিয়েই হোটেলের বাইরে গিয়ে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই মাইকেল গঘ নামক ওই আম্পায়ারকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। ৬ দিন তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর করোনা রিপোর্ট নেগেটিভ এলেই তিনি আবার কাজে যোগ দিতে পারবেন।

মাইকেল গঘকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে গণ্য করা হয়। জানা যাচ্ছে গত শুক্রবার মাইকেল গঘ হোটেল থেকে বেরিয়েছিলেন। বিষয়টি নজরে আসতেই তাকে টুর্নামেন্ট থেকে সাময়িক সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আইসিসির বায়ো-সিকিউরিটি কমিটি।

Related Posts

Leave a Reply