June 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

আচমকাই হাসাপাতালে ‘বাঘিনী’ সন্ধ্যা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ঠাৎই হাসপাতালে ‘বাঘিনী’৷ সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আটের দশকের প্রথমসারির অভিনেত্রী সন্ধ্যা রায়কে৷ ‘বাঘিনী’ খ্যাত সন্ধা রায়কে৷ হাসপাতাল সূত্রে কিছু জানা না গেলেও ৭৯ বছরের অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আপাতত কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে অভিনেত্রীকে৷
সন্ধ্যা রায়ের সহকারী জানান, হঠাৎই বুকে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী৷ খবর পেয়েই সহকারী পৌঁছে যান তাঁর কাছে৷ অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যান তিনি৷  এমনটাই খবর হাসপাতাল সূত্রে৷ অভিনেত্রীকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা৷
উল্লেখ্য, নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের৷ অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশ চলে গিয়েছিল তাঁর পরিবার৷ পরে ১৯৫৭ সালে ভারতে ফেরেন সন্ধ্যা রায়৷ সিনেমার জগতে তাঁর প্রবেশ ছয়ের দশকে৷ ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’ ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন৷ তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড৷ BFJA এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছেন৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়৷ ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন তিনি৷

Related Posts

Leave a Reply