July 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

হ্যালো বলা আর সস্তা নয় 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মোবাইল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ৷ ৩ জুলাই থেকেই বাড়ছে মোবাইল রিচার্জের খরচ৷ যদিও এখন পর্যন্ত এই বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে জিও এবং এয়ারটেল৷ ভোডাফোন-আইডিয়ার তরফে এখনও দাম বাড়ানোর বিষয় নিয়ে কোনও ঘোষণা না করা হলেও অনুমান করা হচ্ছে, তারাও খুব শীঘ্রই এই ব্যাপারে ঘোষণা করবে৷ আগামী মাস থেকেই দাম বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল৷ ৩ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে৷
জিও ১২ থেকে ২৫ শতাংশ দাম বাড়িয়েছে মোবাইল রিচার্জের৷ তবে অর্থাৎ জিও কোম্পানির ফোন যারা ব্যবহার করেন তাদের খরচ বাড়ছে না৷ বাড়ছে বাকীদের জন্য৷ অন্যদিকে, এয়ারটেল বৃদ্ধি করেছে ১১ থেকে ২১ শতাংশ৷ জিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নতুন প্ল্যানগুলি ৫জি এবং এআই প্রযুক্তির কথা ভেবেই আনা হচ্ছে৷ এখন থেকে প্রতিদিন ৫জি ব্যবহার করা অনেক বেশি সহজ হবে৷ এতদিন জিও-র ক্ষেত্রে বেসিক ট্যারিফ দাম ছিল ১৫৫ টাকা৷ তা বাড়িয়ে করা হচ্ছে ১৮৯৷ অন্যদিকে, ৩ মাসের জন্য ২জিবি/ডে প্ল্যানের দাম ছিল ৭১৯৷ তা আগামী ৩ জুলাই থেকে হয়ে যাচ্ছে ৮৫৯! সারা বছরের জন্য ২.৫জিবি/ডে প্ল্যানের দাম ২৯৯৯ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩৫৯৯৷ পাশাপাশি ‘ডেটা অ্যাড অন’ প্ল্যানের ক্ষেত্রে যা আগে ১৫ টাকা থেকে ৬১ টাকা পর্যন্ত ছিল, তা বাডি়য়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে৷ প্রি-পেইডের সঙ্গে পোস্ট-পেইডের দামও বাড়ছে আগামী মাস থেকে৷
অন্যদিকে, এয়ারটেলের বেসিক ট্যারিফ ১৭৯ টাকা থেকে ১৯৯ করা হয়েছে৷ ৮৪ দিনের ২জিবি/ডে প্ল্যানের দাম ৮৩৯ থেকে করা হয়েছে ৯৭৯ টাকা৷ ‘ডেটা অ্যাড অন’ এবং পোস্ট-পেইড প্ল্যানের দামও তারা বাড়িয়েছে জিওর মতোই৷

Related Posts

Leave a Reply