September 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

চালুর আগেই নমোর নামের ছাপ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ন্দে মেট্রো’ হয়ে গেল ‘নমো ভারত ব়্যাপিড রেল’। সোমবার গুজরাতে এই ‘নমো ভারত ব়্যাপিড রেলের উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মঙ্গলবার এই মেট্রোর পরিষেবা শুরু হয়ে যাবে জনসাধারণের জন্য। টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৪৫৫ টাকা। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে পর্যন্ত কাউন্টার থেকে টিকিট কাটা যাবে।

রেল মন্ত্রক সূত্রে খবর ভারতের প্রথম নমো ভারত ব়্যাপিড-এর গন্তব্য হল দুটি শহর। আহমেদাবাদ এবং ভূজের, দূরত্ব হল ৩৫৯ কিলোমিটার। ওই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে ৫ ঘণ্টা ৪৫ মিনিট। ঘণ্টায় সর্বোচ্চ বেগ হবে ১১০ কিলোমিটার। আধুনিক ব্রেকিং সিস্টেম সহ এই ট্রেনে রয়েছে,  সিসিটিভি, যাত্রীদের জন্য চার্জিংয়ের সুবিধাও।

সূচি অনুযায়ী, ভোর ৫ টা ৫ মিনিটে ভূজ থেকে ছাড়বে নমো ভারত। আহমেদাবাদ পৌঁছবে সকাল ১০ টা ৫০ মিনিটে। ফেরার সময়ে বিকেল ৫ টা ৩০ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়বে এই ট্রেন ও রাত ১১ টা ১০-এ ভূজে পৌঁছবে। শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি ছ’দিন আমদাবাদ থেকে ভূজের মাঝে চলবে। কিন্তু ভূজ থেকে শুধুমাত্র রবিবার এই ট্রেন চলবে না।এর মাঝে মোট ন’টা স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আঞ্জার, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হালবাদ, ধ্রানগাধরা, ভিরামগম, চান্দলোদিয়া, সবরমতি ও কালুপুর।

পশ্চিম রেলওয়ের (আহমেদাবাদ ডিভিশন) জনসংযোগ আধিকারিক প্রদীপ শর্মা জানিয়েছেন, এই নমো ভারত ব়্যাপিড রেল মেট্রো সম্পূর্ণ ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। একসঙ্গে মোট ১,১৫০ যাত্রী বসে যেতে পারবেন। আর দাঁড়িয়ে যেতে পারবেন ২,০৫৮ জন। প্রত্যেকটি মেট্রোয় মোট ১২টি করে কোচ থাকবে।

Related Posts

Leave a Reply