November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এই সেনা নিয়ে রসিকতার মূল্য দাঁড়াল ২১ লাখ ডলার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চিন সেনাকে নিয়ে রসিকতা করে গুনতে হল ২১ ডলার জরিমানা। জানা গিয়েছে, একটি কৌতুকাভিনেতার দল (কমেডি ট্রুপ) চিনের সেনাবাহিনীর একটি স্লোগান নিয়ে রসিকতা করেছিল। রসিকতা ভালোভাবে নেয়নি চিন সরকার। সাজা হিসেবে দলটিকে যা জরিমানা করা হয়েছে তা চোখ কপালে তোলার মত। পাক্কা ২১ লাখ ডলার দণ্ড দিতে হচ্ছে দলটিকে। ওই কৌতুক দলের নাম সাংহাই জিয়াওগুও কালচার মিডিয়া কোম্পানি। জানা গেছে, দলটির কৌতুকাভিনেতা লি হাওশি গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে একটি শো করেন। এতে কুকুরের আচরণকে সামরিক আচরণের সঙ্গে তুলনা করে কৌতুক পরিবেশন করেন তিনি।

কৌতুকটি পরিবেশনের সময় লি হাওশি ‘জেতার জন্য লড়াই করুন, অনুকরণীয় আচরণ তৈরি করুন’ লাইনটি ব্যবহার করেন। ২০১৩ সালে চিনা প্রেসিডেন্ট সি চিন পিং দেশটির সামরিক বাহিনীর লক্ষ্য হিসেবে সেনাসদস্যদের উদ্দেশে এ কথা বলেছিলেন। পরে সেটিকে স্লোগান হিসেবে গ্রহণ করা হয়।

লি হাওশির এ কৌতুকের একটি অডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ছড়িয়ে পড়ে। সেটায় অনেকে মজা পান। অনেকে আবার সমালোচনাও করেন। গত মঙ্গলবার এ বিষয়ে তদন্ত করার পর ওই কৌতুক দলের বিরুদ্ধে চীনের পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) অবমাননা করার অভিযোগ আনা হয়। জরিমানা করা হয় ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ইউয়ান। সেই সঙ্গে কোম্পানির বেআইনি উপায়ে আয় করা ১৩ লাখ ২০ হাজার ইউয়ান সম্পদ বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে কোম্পানিটিকে গুনতে হয় প্রায় ১ কোটি ৪৭ লাখ ইউয়ান (প্রায় ২১ লাখ ডলার)।

Related Posts

Leave a Reply