February 23, 2025     Select Language
Uncategorized

হৃত্বিকের বিরুদ্ধে ২১ লক্ষ টাকার প্রতারণার মামলা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হৃত্বিক রোশন সহ ৯ জনের বিরুদ্ধে ২১ লাখ টাকার প্রতারণার মামলা করেছেন চেন্নাই নিবাসী এক ব্যবসায়ী। চেন্নাইয়ের কোডুগাইয়ার এলাকার বাসিন্দা আর মুরালিধরন দাবি করেন, হৃত্বিক ২০১৭ সালে তাকে নিজের মার্চেন্ডাইজ প্রোডাক্ট ব্র্যান্ড এইচআরএক্স-এর স্টকিস্ট হিসেবে নিয়োগকরেন। ব্যান্ডটি ৪ বছর আগে বাজারের আসে।

তিনি অভিযোগ করেন, হৃত্বিকের প্রতিষ্ঠান থেকে নিয়মিতভাবে পণ্যের যোগান আসতো না। তাছাড়াও হৃত্বিকের মার্কেটিং টিম তাকে ভুল তথ্য দিয়েছিলো বলেও দাবি করেন মুরালিধরন। তিনি আরও বলেন, শেষের দিকে কিছু পণ্য হৃত্বিককে ফিরিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন তিনি, কিন্তু তাতেও তিনি ব্যর্থ হন। মুরালিধরন দাবি করেছেন, হৃত্বিকের এই প্রতিষ্ঠানের কারণে তার এক বছরে ক্ষতি হয়েছে ২১ লাখ টাকা। হৃত্বিক বর্তমানে তার নতুন সিনেমা ‘সুপার থার্টি’র শুটিং-এ ব্যস্ত।

 

Related Posts

Leave a Reply