একই সঙ্গে শোভাযাত্রায় অংশ নিলেন কয়েক হাজার বছরের ২২ জন শাসক !
কলকাতা টাইমসঃ
একসঙ্গে শোভাযাত্রায় অংশ নিলেন কয়েক হাজার বছরের ২২ জন শাসক ! তাদের মধ্যে রয়েছেন ১৮ জন রাজা এবং ৪ জন রানি। বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই তাদের নিয়ে যাওয়া হয় নতুন ঠিকানায়। আজ থেকে তাদের ঠিকানা মিশরীয় সভ্যতার ওপর নির্মিত নতুন একটি জাদুঘরে। যার নাম ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন। প্রসঙ্গত, মিশরে এই মমিগুলিকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এই রাজা রানির মধ্যে রয়েছেন সপ্তদশ শতাব্দীর রাজা দ্বিতীয় সেকেনেনরে থেকে শুরু করে খৃস্টপূর্ব দ্বাদশ শতাব্দীর রাজা নবম রামসেসও।
এই মমি গুলোকে ১৮৮১ সালে থেকে ১৮৯৮ সালের মধ্যে প্রাচীন মিশরের রাজধানী থিবস থেকে উদ্ধার করা হয়েছে। শোভাযাত্রায় প্রধান আকর্ষণ ছিলেন রাজা দ্বিতীয় রামসেস। তাকে নিয়েই মানুষের বেশি আগ্রহ দেখা গেছে। তিনি ৬৭ বছর শাসন ক্ষমতায় ছিলেন। তিনিই ছিলেন সবচেয়ে জনপ্রিয় ফারাও। আরেকজন রানি হাটসেপসুট। ইনিই প্রথম মহিলা ফারাও বলে বিবেচিত হন। শোভাযাত্রার সময় নাইট্রোজেন-ভর্তি বিশেষ কিছু বক্সের মধ্যে মমি গুলিকে রাখা হবে.