অন্যদের চাকরি দিতে দিতে চাকরি গেল ২২০০ কর্মীর

অন্য বেকারদের চাকরি খুঁজে দেওয়াই তাদের কাজ। সেই সংস্থায় কর্মরতরাই এবার ছাঁটাইয়ের কোপে। এ বার নিজেদেরই বহু কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল সেই ওয়েবসাইট। চাকরির খোঁজখবর দেওয়া ওয়েবসাইট ‘ইনডিড’ ঘোষণা করেছে, তারা প্রায় ২২০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করতে চলেছে। যা তাঁদের মোট কর্মীসংখ্যার প্রায় ১৫ শতাংশ।
ইনডিড চাকরির খোঁজখবর দেওয়া একটি ওয়েবসাইট। চাকরির সন্ধান দেওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করে তারা। কিন্তু কোভিড পরবর্তী সময়ে বিশ্ববাজারে যে টানাপড়েন শুরু হয়েছে, সেই কারণে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এ-ও ঘোষণা করা হয়েছে, সংস্থাকে ভবিষ্যতে আরও ‘শক্তিশালী’ করতে এই পদক্ষেপ করা হচ্ছে।