চিকিৎসকের বাড়ি থেকে পাওয়া গেলো ২২০০ মানব ভ্রুণ! – KolkataTimes
April 24, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

  চিকিৎসকের বাড়ি থেকে পাওয়া গেলো ২২০০ মানব ভ্রুণ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মেরিকার ইন্ডিয়ানায় এক চিকিৎসকের বাড়ি থেকে পাওয়া গেলো ২২০০ মানব ভ্রুণ! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা যাচ্ছে, ওই চিকিৎসক কয়েক দশক ধরে তিনটি হাসপাতালে কর্মরত ছিলেন; কিন্তু গর্ভপাতের কোন তথ্য কোথাও নথিভুক্ত করতেন না তিনি। যদিও তার আইনজীবীর দাবি, ভালো কোন উদ্দেশ্য নিয়েই তিনি সেগুলো সংরক্ষণ করছিলেন হয়তো। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জর্জ ক্লোপার এর স্ত্রীর আইনজীবী কেভিন বুলজার বলেন, সাস্থ দফতরের জানিয়ে এই কাজ করলে আজ তাকে এমন সমস্যায় পড়তে হতো না। সূত্রের খবর ২০১৬ সালে এই চিকিৎসকের মেডিকেল লাইসেন্স বাতিল করে দেয় মার্কিন সরকার। এই মাসের ৩ তারিখ তার মৃত্যু হয়।

Related Posts

Leave a Reply