বারবিকিউ খাওয়ার খেসারত ২৪০ কোটি টাকা !
কলকাতা টাইমসঃ
ইতালির দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে বিপুল অঙ্কের জরিমানা করলো সেদেশের সরকার। অভিযোগ, জঙ্গলে বারবিকিউ বানাতে গিয়ে তারা দাবানলের সৃষ্টি করে। এই অপরাধে তাদের প্রত্যেককে ১২০ কোটি টাকা করে মোট ২৪০ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়। অভিযুক্ত দুই ছাত্রের নাম এ্যালেসিও মোলটেনি (২২) এবং ডেনিয়েল বোরঘি (২২)।
প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর ইতালির কোমো অঞ্চলের একটি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় জঙ্গলে বারবিকিউ রান্না করতে গিয়েই এই বিপত্তি। পরবর্তীকালে অগ্নিকাণ্ডের ক্ষয়-ক্ষতি হিসেবে করে ওই দুই ছাত্রকে বিপুল অংকের জরিমানা ধার্য করে সরকার।