একটি ম্যাচে ২৬ টি পেনাল্টি শুটআউট !
কলকাতা টাইমসঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে রোজ বোল স্টেডিয়ামে দারুণ এক পেনাল্টি শুটআউটের ম্যাচ দেখলো ফুটবল প্রেমীরা। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচটিতে ২৬ পেনাল্টি শুটআউটের এক ম্যারাথন রোমাঞ্চ হয়েছে। যেখানে শেষ পর্যন্ত ৯-৮ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল। এদিন প্রাক মরসুম ফুটবল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় ইতালিয়ান জায়ান্ট মিলান ও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানইউ। তবে দারণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত আন্দ্রে হেরেরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
মূল ম্যাচের ১২ মিনিটের মাথায় অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে তিন মিনিট পরেই সুসোর গোলে সমতা পায় মিলান। এরপর নির্ধারিত ৯০ ও যোগ করা সময়ে আর কোনো দল গোল পায়নি। আনঅফিসিয়াল ম্যাচ বলে অতিরিক্ত আর কোনো সময় না গড়িয়ে সরাসরি টাইব্রেকারে যায় ম্যাচ। আর সেখানেই দেখা যায় পেনাল্টি শুটআউটের দীর্ঘ ম্যারাথন। যেখানে একে একে ২৬টি শট শেষে ম্যানইউরই জয় হয়।