November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

২৬ পিস আঙুরের দাম ৬ লাখ ৩৯ হাজার টাকা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হেড লাইন পড়ে চমকে উঠলেন তো । মাত্র ২৬ পিস আঙুরের দাম ৬ লাখ ৩৯ হাজার টাকা। প্রতিদিন বিশ্বে কতরকমের  রেকর্ডই না  হচ্ছে। এদের মধ্যে অনেক অভিনব বিষয়ও রয়েছে। তাই বলে একগুচ্ছ আঙুরের দাম ১০ লাখ ইয়েন বা ৮ হাজার ২০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৩৯ হাজার টাকা। খবরটি পড়ে আপনার চোখ কপালে উঠলেও ঘটনা কিন্তু এইরকমই।

ফল নিয়ে জাপানিদের ভাবনার সময় কোথায়। তবে মৌসুমের প্রথম নিলামে ফলের দাম নিয়ে সবসময় চমক তৈরি হয়। এবারও যেমনটি হয়েছে ২৬টি ‘রুবি রোমান’ আঙুরের নিলামের সময়। টোকিও থেকে ৩০০ কিলোমিটার দূরের কানাজাওয়া এলাকায় এ নিলাম অনুষ্ঠিত হয়। গত বছরের রেকর্ড ছিল সাড়ে ৫ লাখ ইয়েন। নিলামে বিক্রি হওয়া প্রতিটি ফলের ওজন ২০ গ্রাম। ওই এলাকার একটি হোটেলের প্রধান শেফ মাসাউকি হিরাই নিলামে এক দর হাঁকার বিষয়ে বলেন, নিলামে যে কোনো মূল্যে জয়ী হতে তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এ এলাকায় শিগগির নতুন ট্রেন লাইন হচ্ছে। এটিকে পুঁজি করে ব্যবসা বাড়তে পারে। তাই সবার নজর কাড়তে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন। এইতো কিছুদিন আগে জাপানের উত্তরাঞ্চলের এক শহরে এক জোড়া ইউবারি তরমুজ বিক্রি হয়েছিল ১৫ লাখ ইয়েনে। পেছনের রহস্য মৌসুমের প্রথম ফল বেশি দামে নিলামে কিনে জাতীয় দৈনিকের হেডলাইন হওয়ার চেষ্টা। ফলের আকর্ষণীয় বাজার তৈরি করতেই এমনটি করা হয়ে থাকে।

Related Posts

Leave a Reply