২৬ বছর পর ‘জিনিয়াস’ তার নতুন চমক!
কলকাতা টাইমস :
৯০ দশকে একের পর ছবিতে কাজ করে পর্দায় ঝড় তুলেছিলেন আয়েশা জুলকা। ১৯৮৩ সালে ‘ক্যায়সে ক্যায়সে লোগ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ‘জো জিতা ওহি সিকান্দার’(১৯৯২), ‘হায়ে মেরি জান’(১৯৯১), ‘খিলাড়ি’(১৯৯২) ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি।
সালমান খান, আমির খান, অক্ষয় কুমারের মতো তারকাদের বিপরীতে অভিনয় করেছিলেন আয়েশা।বিয়ের পরে থেকেই সিনেমার জগৎ থেকে সরে যেতে শুরু করেন তিনি। বেশ কিছু ওড়িয়া ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।
এখন তার বয়স ৪৬ বছর। দীর্ঘদিন অভিনয় জগত থেকে বাইরে থাকার পরে এ বছর ‘জিনিয়াস’ সিনেমায় অভিনয় করেছেন আয়েশা।