মাটি খুঁড়ে পাওয়া গেলো ২৭ লাখ!

কলকাতা টাইমসঃ
মাটি খুঁড়তেই ভাগ্য বদলে গেল এক কৃষকের। সারাদিন পরিশ্রম করা হতভাগ্য মানুষটা হঠাৎ করেই হয়ে গেলেন লাখপতি। মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা পেশায় কৃষক প্রকাশ শর্মার সাথেই ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, মাঠ খোঁড়ার কাজ করছিলেন তিনি। সেই সময়ই তিনি একটি হিরে খুঁজে পান। মাঠে একই কাজ করছিলেন প্রকাশ। গত দু’বছর ধরে এই কাজ করছিলেন তিনি। শুক্রবার মাঠে কাজ করার সময়ে তিনি হিরাটি পান।
হীরেটি পরীক্ষা করে দেখা গেছে সেটি ১২.৫৮ ক্যারেটের। যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে সেটি। এরপর হীরেটি নিলামে তোলা হয়। সেখানে হীরেটির দাম ওঠে ৩০ লাখ টাকা। নিলামের ১১ শতাংশ টাকা সরকারকে কর বাবদ দিতে হয়। বাকি প্রায় ২৭ লক্ষ টাকার মালিক এখন সেই কৃষক। এর পরই বদলে গিয়েছে প্রকাশের ভাগ্যের চাকা।