বিশ্বজুড়ে রাজরোষে জেলবন্দি ২৭৪ জন সাংবাদিক !
কলকাতা টাইমসঃ
শাসকের পছন্দ হয়নি তাদের কাজ। শুধুমাত্র এই কারণেই এবছর প্রায় পৌনে তিনশো জন সাংবাদিককে কারাগারের অন্ধকূপে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যা সাম্প্রতিক অতীতে রেকর্ড বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক মার্কিন সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-এর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
মঙ্গলবার প্রকাশিত তথ্য বলছে, এ বছরের প্রথম ১১ মাসে প্রায় ২৭৪ জন সাংবাদিককে নিজের দায়িত্ব পালনের জন্য জেল বন্দি করা হয়েছে। গত বছর এই সংখ্যাটা ছিল প্রায় আড়াইশো। প্রধানত চীন, তুরস্ক, মিশর এবং সৌদি আরবেই সবচেয়ে বেশি সাংবাদিক রাজরোষে পড়েছেন।