September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

২৮ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা করা হলো !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার তিন সন্তানদের দ্বারা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে মামলা করা হলো। প্রতিষ্ঠানটির কাজকর্ম ও অর্থকরী লেনদেন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে এই মামলায়।

সূত্রের খবর, অ-লাভজনক প্রতিষ্ঠানগুলোকে মেনে চলতে হয় এমন বেশ কিছু আইন ভঙ্গ করেছে এই সংস্থা। পাশাপাশি নিজেদের মধ্যে লেনদেনের মাধ্যমে সংস্থার চারজন মালিক ফাউন্ডেশনকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময়ে বেআইনীভাবে কাজে লাগিয়েছে বলে অভিযোগ। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড বৃহস্পতিবার ম্যানহাটনের নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে মামলাটি করেন।

বেআইনী রাজনৈতিক যোগসাজসের মাধ্যমে ট্রাম্প ফাউন্ডেশন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব খাটিয়েছিলো বলেও অভিযোগ করা হয়েছে। মামলায় প্রতিষ্ঠানটির বিলুপ্তির পাশাপাশি ২৮ লাখ ডলার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। তবে এই মামলার মাধ্যমে করা অভিযোগটি সঠিক নয় এবং এতে তিনি লড়বেন বলে এক প্রতিবাদী টুইটবার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

Related Posts

Leave a Reply