রসায়নে নোবেল পেলেন ৩ জন বিজ্ঞানী
কলকাতা টাইমসঃ
নোবেল প্রাপকদের নাম ঘোষণার ক্ষেত্রে গত দু’দিনের ধারাবাহিকতা আজও বজায় রইলো। রসায়নের ক্ষেত্রেও নোবেল ছিনিয়ে নিলেন তিন তিন জন বিজ্ঞানী। আজ বুধবার রসায়নে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
রসায়নে নোবেল জয়ীরা হলেন- জন বি. গুডএনাফ, এম. স্ট্যানলি হুইটিংহাম ও আকিরা ইয়োশিনো। লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নতি সাধনে বিশেষ অবদানের কারণে তাদের পুরস্কৃত করা হলো। গত সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ছিনিয়ে নেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র্যাটক্লিফ। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও নোবেল যেতেন তিন বিজ্ঞানী।