দুর্নীতির দায়ে বহিস্কার আরব আমিরশাহির ৩ ক্রিকেটার
কলকাতা টাইমসঃ
দুর্নীতির অভিযোগে বহিস্কার করা হলো আরব আমিরশাহির ৩ ক্রিকেটারকে।অধিনায়ক মোহাম্মদ নাভিদসহ আরও দুই সিনিয়র ক্রিকেটার আইসিসির শাস্তির কোপে পড়েছেন। বাকি দুজন হলেন ব্যাটসম্যান শাইমান আনোয়ার এবং ডানহাতি পেসার কাদির আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হওয়ার দুইদিন আগে এই ঘটনায় বড় এক ধাক্কা খেল আরব আমিরশাহী। আইসিসির দুর্নীতি বিরোধী আইনের ১৩টি ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন এই তিন ক্রিকেটার।
১৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। সেই সময় ম্যাচ ফিক্সিংয়ের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে নাভিদ এবং শাইমানের বিরুদ্ধে। এছাড়া আসন্ন টি-টেন লিগেও ম্যাচ ফিক্সিংয়ের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে নাভিদের বিরুদ্ধে। গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি না জানানোয় অভিযুক্ত হয়েছেন কাদির।