দাবানলের গ্রাসে প্রাণ হারালেন ৩০ জন দমকলকর্মী !

কলকাতা টাইমসঃ
দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেলো ৩০ জন দমকলকর্মীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চীনের সিচুয়ান প্রদেশে। জানা যাচ্ছে, সিচুয়ান প্রদেশের মুলি কাউন্টিতে শনিবার হঠাৎই দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে সেখানে যান কয়েক’শ দমকল কর্মী।
রবিবার হঠাৎ করেই ওই অঞ্চলের বাতাস তার গতিপথ পরিবর্তন করে উল্টোদিকে বইতে শুরু করে। আচমকা আগুনের বলয় গিয়ে পরে দমকলকর্মীদের ওপর। এই ঘটনায় ৩০ জন কর্মী নিহত হন। এখনো পর্যন্ত ২৬টি মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।