ট্রাম্পের নির্বাচনী প্রচারে গিয়ে করোনায় আক্রান্ত ৩০ হাজার !
কলকাতা টাইমসঃ
ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। সেই আক্রান্ত দের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৭০০ জন মার্কিন নাগরিকের। গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, ট্রাম্পের ১৮টি নির্বাচনী জনসভা নিয়ে একটি গবেষণা চালায় মার্কিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক দল গবেষক।
এই গবেষণা থেকেই উঠে আসছে মার্কিন প্রেসিডেন্টের করোনা উদাসীনতার প্রকৃত চিত্র। গবেষকদের দাবি, জনসমাবেশ থেকে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে আগেই আশংকা প্রকাশ করেছিলেন তারা। এরপরও নির্বাচনী প্রচার নিয়ে কোনো সাবধানতা অবলম্বন করেনি আমেরিকার রাজনৈতিক দলগুলি।