খিদের জ্বালা মেটাতে শেষ ৩০০ কুকুর!
পশ্চিম গোদাবরী জেলার লিঙ্গাপালেম গ্রামে ৩০০টি বেওয়ারিশ কুকুরকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠে। প্রাণী অধিকার কর্মী ললিতা এই কুকুরগুলোকে হত্যার জন্য গ্রামের পঞ্চায়েতের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।
তার দাবি, বেওয়ারিশ কুকুরগুলোকে বন্ধ্যা না করে গ্রাম পঞ্চায়েত মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং বিষ খাইয়ে সেগুলোকে হত্যা করে।
ধর্মাজিগুডেম থানায় অভিযোগ দায়ের করেছেন ললিতা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ও সরপঞ্চের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।