November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৩০০০ বছরের পাজামা কবরে  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বর খুঁড়ে পাওয়া গেছে ৩০০০ বছরের পুরনো পাজামা। চীনের একটি কবর খুঁড়ে সেখান থেকে বিজ্ঞানীরা উদ্ধার করলেন একখানা পাজামা।
বিজ্ঞানীদের দাবি, পাজামাটি নাকি ৩০০০ বছরের পুরনো। চীনের তারিম বেসিনের ইয়ানঘাই কবরস্থানের গবেষকদের ধারনা, এই পাজামা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম।
তারা মনে করছেন, ৪০ বছর বয়সী এক যোদ্ধার পাজামাটি হতে পারে, যিনি মৃত্যুর সময় এই পাজামাটি পরেছিলেন। কবরের মধ্যে এই পাজামার সঙ্গে কাঠের তৈরি ঘোড়ার জিন, একটি হুইপ ও একটি বর্শাও পাওয়া গেছে।
পাজামার কাটিং থেকে ধারনা করা যায়, অনেকক্ষণ ধরে ঘোড়ায় চড়ার সুবিধার জন্য এইভাবে পাজামা সেলাই করা হত। তিনটে আলাদা কাপড়ের টুকরো দিয়ে সেলাই করা হয়েছে এই পাজামা।
একটি আয়তকার কাপড়, যা কোমর থেকে নেমে গেছে গোড়ালি পর্যন্ত। সেলাই করার পদ্ধতি থেকে বোঝা যাচ্ছে, এর জন্য কাপড় কাটার প্রয়োজন পড়েনি।
এখনকার স্ট্রেট ফিট পাজামার একেবারে প্রথম সংস্করণ বলে ধারনা করচ্ছেন বিজ্ঞানীরা।

Related Posts

Leave a Reply