February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বোকো হারামের হাতে খুন ৩৩ ISIS জঙ্গির স্ত্রী

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দুই মৌলবাদী সংগঠন আইসিস ও বোকো হারামের মধ্যে লাগাতার সংঘর্ষের জেরে খুন হলেন ৩৩ মহিলা। নাইজেরিয়ায় জেহাদিরা এই হত্যালীলা চালিয়েছে বলে জানা গিয়েছে। নিহত ৩৩ মহিলাদের প্রত্যেকেই আইসিস জেহাদিদের স্ত্রী। বোকো হারামের এক জেহাদিকে খুন করার প্রতিশোধ নিতেই গণহত্যা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, নাইজেরিয়ায় ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায় বোকো হারাম ও আইসিস। কিন্তু দুই গোষ্ঠীর মতাদর্শ আলাদা হওয়ার কারণে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই লড়াই চলছে।

৩৩ জনকে হত্যার ঘটনার সূত্রপাত বেশ কিছু দিন আগেই। নাইজেরিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, একটি অঞ্চলের দখল নিয়ে ঝামেলায় জড়ায় আইসিস ও বোকো হারামের জঙ্গিরা। মীমাংসা না হওয়ার ফলে পূর্ব আফ্রিকার আইসিস জেহাদিদের হাতে খুন হন বোকো হারামের কমাণ্ডার। মালাম আবুবকর নামে ওই কমাণ্ডার-সহ অন্তত ১২ জন জেহাদিকে খুন করে আইসিস জঙ্গিরা। তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বোকো হারাম। জঙ্গি ছাড়াও তাদের সঙ্গিনীদের খুন করার পরিকল্পনা করে নাইজেরিয়ার উগ্রপন্থী সংগঠনটি।

Related Posts

Leave a Reply