করোনার ত্রাসে এবার ৩৬ হাজার বেকার
কলকাতা টাইমস :
করোনাভাইরাস মহামারিতে কাঁপছে গোটা দুনিয়া। এরই মাঝে আবার চাকরি খুইয়ে অনাহারে মরার সন্ত্রাসে ব্রিটিশ এয়ারওয়েজের ৩৬ হাজার কর্মী। করোনা ত্রাসে বেকারের তালিকায় ৩৬ হাজার । করোনা থেকে প্রাণে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এতে ক্ষতির মুখে পড়েছে বিমান শিল্প।এই পরিস্থিতিতে ব্রিটিশ এয়ারওয়েজ প্রায় ৩৬ হাজার কর্মীকে সাময়িক ছাঁটাই করতে চলেছে বলে জানা গেছে।
ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীদের ইউনিয়নের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় ধরে আলাপ-আলোচনা পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের অর্থ হলো-ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, ইঞ্জিনিয়ার এবং প্রধান কার্যালয়ে কর্মরত ৮০ শতাংশ পর্যন্ত কর্মীর চাকরি স্থগিত করা হবে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তটি গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সমস্ত কর্মীদের উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।