January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৩৮ লক্ষ ব্যাগে নিয়ে ঘুরতে থাকা দুই যুবককে হাওড়া স্টেশনে ধরল পুলিশ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পিঠে কালো ব্যাগ নিয়ে হাওড়া স্টেশনে ঘুরঘুর করছিল দু’জন। তাদের আচরণ দেখেই সন্দেহ হয় রেলরক্ষীদের। দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে। আরপিএফ জানিয়েছে, দুজনের ব্যাগ থেকে বেরিয়েছে নগদ সাড়ে ৩৮ লক্ষ টাকা। কোথা থেকে এত টাকা পেয়েছে তারা, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তার খোঁজ চলছে।

বিকেল ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের কাছে। দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে বেরোতে দেখেন আরপিএফ কর্মীরা। তাঁদের চলাফেরা দেখে সন্দেহ হয় আরপিএফের। সঙ্গে সঙ্গে দুজনকে পাকড়াও করে ব্যাগ পরীক্ষা করা হয় । লক্ষ লক্ষ টাকা বেরিয়ে আসে ব্যাগ থেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ব্যাঙ্ক কর্মীদের। মেশিন এনে শুরু হয় টাকা গোনা। তাদের দুটো ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মোট সাড়ে আটত্রিশ লক্ষ টাকা।

আটক দুই যুবকের নাম রুস্তম আনসারী (৩৯) এবং শুভম ভার্মা (২০)। এর মধ্যে রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। আরপিএফের হাতে আটক হতেই খবর যায় আয়কর দফতরে। বর্তমানে তাদের কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related Posts

Leave a Reply