৪ বছরের শিশু আবিষ্কার করলো ২২ কোটি বছরের পুরোনো ইতিহাস !
কলকাতা টাইমসঃ
মাত্র ৪ বছরের শিশুর হাতে আবিষ্কার হলো ২২ কোটি বছরের পুরোনো ইতিহাস! বিজ্ঞানীদের ধারণা এই এই উন্মোচন ডায়নোসর সম্পর্কে অনেক নতুন তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলসের এক সৈকতে এই পায়ের ছাপটি খুঁজে পায় লিলি ওয়াইল্ডার নামের ৪ বছরের ওই কন্যা। বিজ্ঞানীদের ধারণা, ছাপটি প্রায় ২২ কোটি বছরের পুরনো। যা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে তাদের ধারণা।
জানা যাচ্ছে, গত শনিবার বাবার সঙ্গে সমদ্র সৈকতে হাঁটতে বেরিয়ে একটি পাথরের ওপর এই ছাপটি দেখতে পেয়ে বাবার দৃষ্টি আকর্ষণ করে সে। লিলির বাবা রিচার্ড বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন। ওয়েলসের জাতীয় জাদুঘরের এক কর্তা সিন্ডি হাওয়েলস জানিয়েছেন, লিলির আবিষ্কার এযাবৎকালের সেরা।ডায়নোসরের পায়ের ছাপটি ১০ সেন্টিমিটার লম্বা, তার উচ্চতা বড় জোর ৭৫ সেন্টিমিটার এবং লম্বায় আড়াই মিটারের মতো বলেই বিজ্ঞানীদের ধারণা। ২২ কোটি বছরের পুরনো হওয়ায় এর প্রজাতি নির্ধারণ এখনো সম্ভব হয়নি।