বিয়ের রাতেই ৪০ এর বরের হাতে শেষ ৮ বছরের বধূর
কলকাতা টাইমস :
বাল্যবিবাহ রোধে যখন বিশ্বজুড়ে প্রচার চালাচ্ছে রাষ্ট্রসংঘ তখনই এলো এক মর্মান্তিক খবর। ৪০ বছরের স্বামীর হাতে বিয়ের রাতেই মৃত্যু হয়েছে ৮ বছরের বধূর। ঘটনাটি ঘটেছে ইয়েমেনে। ঘটনায় অভিযুক্ত ‘স্বামী’-কে গ্রেপ্তারের দাবি তুলেছে মানবাধিকার সংগঠনগুলি।
জানা গেছে ওই ৮ বছরের শিশুকে বিয়ে করে ৪০ বছরের কানান মিয়াব নাম এক ব্যাক্তি।এর আগেও দুটি স্ত্রী রয়েছে তার। অনেক যৌতুকের বিনিময়ে ৮ বছরের ওই বালিকাকে তার বাড়ির লোকজন কানান মিয়াবের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়। এরপর বিয়ের রাতেই কানান শিশুটিকে যৌন নির্যাতন করে যার ফলে ঘটনাস্থলেই মৃত্য হয় মেয়েটির
সৌদি সীমান্ত ঘেঁষা উত্তর-পশ্চিম ইয়েমেনের হার্ধ শহরের এই ঘটনায় মধ্যপ্রাচ্যে বাল্যবিবাহের নৃশংস ছবি আবার প্রকাশ্যে এলো। জাতিসংঘের অনুমাণ অনুযায়ী ২০১১ থেকে ২০২০-র মধ্যে ১৪ কোটি বাল্যবিবাহ হবে বিশ্বজুড়ে। এর মধ্যে ৫ কোটির বয়স ১৫-র ও কম।
রিপোর্ট বলছে, ইয়েমেনে ২৫ শতাংশের বেশি মেয়ের ১৫ বছর বয়সের আগেই বিয়ে হয়। ফলে তারা শুধু স্বাস্থ্য ও শিক্ষার অধিকার থেকেই বঞ্চিত হয় না, চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাঁদের। সমস্যা হলো মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে এখনো একমত নয় বিশ্বের বিভিন্ন দেশ। ফলে এই সব শিশুদের কান্না পৌঁছায় না রাষ্ট্রনেতাদের কানে।