November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দিল্লি জুড়ে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’, অভিযুক্ত আপ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

‘মোদি হটাও, দেশ বাঁচাও’, এমন পোস্টারে ভরে গেছে রাজধানী। খবর পেয়েই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে নেমেছে পুলিশ। শুরু হয়েছে ধরপাকড়। শহরের নানা প্রান্ত থেকে অন্তত ২০০০ পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। দিল্লি পুলিশ অভিযানে নেমে প্রায় ২ হাজারের বেশি পোস্টার সরিয়ে দিয়েছে। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা উত্তর) দীপেন্দ্র পাঠক বলেছেন, পুলিশ পোস্টার ভর্তি একটি ভ্যানকে আটক করেছে। তদন্তে দেখা গেছে যে এই পোস্টারগুলি আম আদমি পার্টির অফিস থেকে আনা হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তি স্বীকার করেছেন গাড়ির মালিক তাঁকে আম আদমি পার্টি অফিসে পোস্টারগুলি পৌঁছে দিতে বলেছিলেন।

যদিও আম আদমি পার্টির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রাজধানী জুড়ে প্রায় ৫০ হাজার এই ধরনের পোস্টার সাঁটানোর কথা ছিল। দুটি ছাপাখানাকে পোস্টারগুলি ছাপানোর অর্ডার দেওয়া হয়। একই সঙ্গে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরে পোস্টার সাঁটাতে বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হয়। দু’বছর আগেও এমন একটি ঘটনা সামনে এসেছিল।  ওই সময় পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছিল। ২৫টি মামলা দায়ের হয়েছিল।

Related Posts

Leave a Reply