৪ লক্ষ ৫০ হাজার গ্যালন জল ছুড়লো নাসা! কিন্তু কেন ?
কলকাতা টাইমসঃ
নাসার পোস্ট করা একটি ভিডিও ভীষণ রকম দাগ কেটেছে নেটিজেনদের৷ সম্প্রতি একটি রকেট লঞ্জ করে নাসা৷ যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে লঞ্চ প্যাডটি৷ আর সেটিকেই ঠান্ডা করতে ৪ লক্ষ ৫০ হাজার গ্যালন জল ফেলা হয় তার ওপর৷ আর সেই ভিডিওটি ধারণ করা হয় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে৷
ভিডিওটিকে নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়৷ এখন পর্যন্ত প্রায় ৩.৯ লক্ষ ইউজার ভিডিওটি দেখে ফেলেছেন৷ স্পেস এজেন্সি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে গোটা বিষয়টির বিশ্লেষণও করে৷ যেখানেই ৪,৫০,০০০ গ্যালন জল ছাড়ার রহস্যভেদ করা হয়৷ তারা জানাচ্ছে, ‘রকেট লঞ্চের পরবর্তী উত্তাপ নিয়ন্ত্রনের জন্যই এই সিস্টেমটিকে ব্যবহার করা হয়েছে৷’
সূত্রের খবর, ২০২০ সালের জুনে লঞ্জ করা হবে এক্সপ্লোরেশন মিশন-১৷ স্পেস লঞ্চ সিস্টেমের প্রথম ফ্লাইট হতে চলেছে এটি৷ যেটির উপর নাসা ১০ বছরের বেশি সময় ধরে কাজ করে চলেছে৷ নাসা জানাচ্ছে, আগের পরীক্ষার উপর ভিত্তি করে লঞ্চ প্যাডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে৷ যেটি লঞ্চ সিস্টেমের কার্যকারিতাকে অনেকাংশেবাড়িয়ে তুলবে৷