৪৬ বার ফেল করেও দমবার পাত্র নন ৮১বছরের ‘যুবক’ !
কলকাতা টাইমসঃ
এবারো ফেল করলেন তিনি। এ নিয়ে মাধ্যমিকে পর পর ৪৬ বার ফেল করলেন শিবচরণ যাদব। তবু দশম শ্রেণির পরীক্ষায় বসার উত্সাহে ভাটা পড়েনি তার।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে বিয়ে করবেন না তিনি। জীবনভর এই শপথ অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন শিবচরণ। ৮১ বছর বয়সে ৪৬ বার পরীক্ষায় ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যেতে বদ্ধপরিকর ভারতের রাজস্থানের আলওয়ার জেলার অশীতিপর বাসিন্দা।
২০১৪ সালের পরীক্ষায় প্রত্যেকটি বিষয়ে ফেল করেছিলেন শিবচরণ। তার পরের বার ফল অবশ্য তার তুলনায় ভালো। কারণ সমাজ বিজ্ঞানে ১০০-এর মধ্যে ৩৪ নম্বর পেয়ে উতরে গিয়েছেন তিনি। এই একটিমাত্র বিষয়েই এ বছর পাস নম্বর তুলতে পেরেছেন শিবচরণ। হিন্দিতে ৩, ইংরেজিতে ০, অঙ্কে ৯ এবং সংস্কৃতে ৭ নম্বর পেয়েছেন তিনি। তবে ফেল করলেও নিয়ম করে প্রতিবছর রাজস্থান মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির পরীক্ষায় বসেন এই বৃদ্ধ। ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
শিবচরণ জানিয়েছেন, এখন আর বিয়ে করার প্রশ্ন নেই। তাই বিশ্বরেকর্ড গড়ার উদ্দেশ্যেই পরীক্ষায় অবতীর্ণ হই।আশি পেরিয়ে দুর্বল হয়েছে শরীর। ক্ষীণ হয়েছে দৃষ্টিশক্তি। সাড় হারিয়েছে আঙুল। তবু পরীক্ষার হলে ফি বছর হাজিরা দিতে যান শিবচরণ। প্রত্যেক বছরের মতো এবারও ফল প্রকাশের পর তিনি জানিয়েছেন, পরের বছর আরো খেটেখুটে পরীক্ষার জন্য তৈরি হবেন।