লকডাউন উঠিয়ে নিতে চলেছে ইতালি, স্পেন সহ ৫ দেশ !
কলকাতা টাইমসঃ
করোনার ধাক্কায় ধুকতে থাকা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউন তুলে নিলো ইউরোপের তিন দেশ। তারা হলো অস্ট্রিয়া, ডেনমার্ক এবং চেক প্রজাতন্ত্র। এমনকি, ইতালি এবং স্পেনও সাময়িক ভাবে লকডাউন শিথিল করার চিন্তাভাবনা শুরু করেছে। প্রয়োজনে পরে আরও কয়েক সপ্তাহ লকডাউন চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।
আগামী সপ্তাহে লকডাউন উঠিয়ে দিতে চলেছে অস্ট্রিয়া। ইউরোপের প্রথম দেশ হিসেবে এই ধরণের সিদ্ধান্ত নিতে চলেছে তারা। আগামী ১৫ এপ্রিল থেকে দেশের স্কুলগুলি খুলে দিচ্ছে ডেনমার্কও।গত ৩ সপ্তাহজুড়ে সমস্ত বন্ধ ছিল সেখানে। গত ৯ তারিখ থেকেই সোশ্যাল ডিস্টেনসিং কিছুটা শিথিল করেছে চেক রিপাবলিক। আগামী ১৪ তারিখ থেকে স্বাভাবিক জীবনযাত্রার পরিকল্পনা রয়েছে তাদের।