January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ঘরোয়া ক্রিকেটের ‘সেরা ৫’ কাল আইপিএলের নিলাম-টেবিলে  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কোনোরকম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। কেবল ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্সের জেরেই আইপিএলে জায়গা করে নেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। এবারও ফ্র্যাঞ্চাইজিদের নজরে রয়েছেন তেমনই কিছু ক্রিকেটার। প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ১৪ তম আইপিএলের নিলামের আসর। চলুন, দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আগামীকাল স্থান পেতে চলেছেন নিলামের টেবিলে।

অভি ব্যারট: ঘরোয়া মুস্তাক আলি ট্রফিতে মাত্র ৫ ম্যাচে ২৮৩ রান। স্ট্রাইক রেট ১৮৫। ৩২টি বাউন্ডারি এবং ১২টি ছক্কা মারা এমন বিধ্বংসী ক্রিকেটারকে নেওয়ার জন্য কাড়াকাড়ি হতেই পারে কাল।

রাহুল গহলৌত সিং: ব্যাট হাতে তিনিও বিধ্বংসী ছন্দে। ৫ ম্যাচে ২৪৪ রান করা এই ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৭৭।

মোহাম্মদ আজহারউদ্দিন: কেরলের এই ব্যাটসম্যানের একটি ১৩৭ রানের ইনিংসই তাকে আলোচনায় নিয়ে এসেছে।

চেতন সাকারিয়া: নতুন প্রজন্মের ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি ফাস্ট বোলারের ভয়ংকর অভাব। সেই আকালে নজর কাড়লেন ২৩ বছরের চেতন। সৌরাষ্ট্রের এই পেসার ৫ ম্যাচে তুলে নিয়েছেন ১২টি উইকেট।

কেদার দেওধর: ৩১ বছর বয়সী এই ক্রিকেটার মুস্তাক আলি ট্রফিতে ৫ ম্যাচে ৩৪৯ রান করার পর থেকেই ফ্র্যাঞ্চাইজিদের নজরে উঠে আসেন।

Related Posts

Leave a Reply