কমোডে বসে বাথরুমেই কাটিয়ে দিলেন ৫ দিন
কলকাতা টাইমসঃ
বেলজিয়ামের বাসিন্দা জিম্মি ডে ফ্রেন্নে বিশ্বরেকর্ড গড়ার লক্ষে বাথরুমেই কাটিয়ে দিলেন টানা পাঁচদিন! শুধু তাই নয়, ৪৮ বছর বয়সী জিম্মি টানা বসে রইলেন একটি কমোডের ওপর! জানা গেছে, বাসচালক জিম্মি নিজেই চ্যালেঞ্জ নিয়েছিলেন, এক টানা ১৬৫ ঘণ্টা কমোডে বসে থাকবেন। তবে পাঁচদিন পর নিজেই রণে ভঙ্গ দেন।
অবশ্য বসে থাকার সময় তার বন্ধু ও পরিবারের সদস্যরা তার সঙ্গে কথা বলতে পারতেন। ফ্রেন্নেকে প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের জন্য ঘুমানোর অনুমতিও দেয়া হয়। জিম্মি সব নিয়ম ঠিক মতো মানছেন কিনা সেটা দেখতে বারেবারে পরিদর্শনে আসতেন গিনেস বুকের কর্তারা।