এসেছে প্রথম তাই ১ ডলার হয়ে গেল ৯০ হাজার ডলার !
কলকাতা টাইমস :
শিরোনাম পড়ে ভাবছেন স্বপ্নে নিশ্চই হয়, বাস্তবে নয় । ১ ডলার কখনও ৯০ হাজার হতে পারে নাকি ? হতে পারে, যদি সেটা বিটকয়েন হয়।বাস্তবতা বলছে ২০১০ সালে যারা ক্রিপটোকারেন্সি বিট কয়েনে ১ ডলার ইনভেস্ট করেছেন বর্তমানে তাদের সেই বিট কয়েনের মূল্য দাঁড়িয়েছে ৯০ হাজার ডলার! সম্প্রতি আমেরিকান সিকিউরিটি ব্যাংকের তরফে জানা গেছে গত দশকে সবচাইতে লাভজনক বিনিয়োগ ছিলো ক্রিপটোকারেন্সি বিট কয়েনে।
বর্তমানে একটি বিট কয়েনের মূল্য প্রায় ৭ হাজার ডলার। অবশ্য দুই বছর আগে একটি বিট কয়েন ২০ হাজার ডলারেরও বেশি মূল্যে ক্রয়-বিক্রয় হয়েছে। বর্তমানে তার মূল্য বেশ কম। কিন্তু দশকের শুরুতে যখন প্রথম বিট কয়েন বাজারে আসে, তখন এর বাজার মূল্য ছিলো ১ পেনির কয়েকভাগের এক ভাগ!
এখনও বিট কয়েনে বিনিয়োগ করাকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়। কিন্তু ক্রিপটোকারেন্সি হিসেবে বর্তমানে বিশ্বে সবচাইতে জনপ্রিয় বিট কয়েন।
প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বিট কয়েনকে মুদ্রার বদলে ব্যবহার শুরু করছে। সেই সঙ্গে বিট কয়েন বিনিময় করার জন্য নতুন নতুন ব্যবস্থাপনা চালু হচ্ছে। যার কারণে ধীরে ধীরে গ্রহণযোগ্যতা আরও বাড়ছে বিট কয়েনের। এর পাশাপাশি ফেসবুকের ঘোষণা করা ’লিবরা ডিজিটাল কারেন্সি’-র কারণে ক্রিপটোকারেন্সি ধারণা বিনিয়োগকারীদের কাছে আরও বেশি বৈধতা পাচ্ছে।