ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ মাওবাদী নিহত
নিউজ ডেস্কঃ
ঝাড়খন্ডে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী নিহত হয়েছে। বুধবার সকালে ঝাড়খন্ডের লাতেহারের সেরেনদাগ জঙ্গলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বর্ষণ হয়। তাতে পাঁচ মাওবাদী প্রাণ হারান।
রাজ্য পুলিশের আইজি (অপারেশন) আশিস বাত্রা জানান, মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই ওই জঙ্গলে অভিযান চালায় জেলা পুলিশ, ঝাড়খন্ড জাগুয়ার বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং মাওবাদী দমনে প্রশিক্ষণ প্রাপ্ত ‘কোবরা’ বাহিনী।
ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭, একটি ইনসাস রাইফেল ও একটি পয়েন্ট ৩১৫ বোর রাইফেল ছাড়াও প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের সন্ধানে ওই জঙ্গলে এখনও অভিযান চালানো হচ্ছে। গত ২২ মার্চ লাতেহার জেলার বুদ্ধ পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন শীর্ষ মাওবাদী নেতা অরবিন্দজি।