January 21, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ডুবে থাকা কেরালায় ১০ দিনে ৫০০ কোটির মদ বিক্রি হয়েছে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চারদিক বন্যার জলে থইথই করছে ৷ মানুষ আর্ত, বিপন্ন ৷ সামরিকবাহিনী তৎপরতার সঙ্গে সেখানে উদ্ধার কাজে নেমেছে। বিগত কয়েকদিন ধরে কেরালার এমন ছবি সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র দেখা গেছে৷

কেরালার এই বন্যাকে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর বন্যাও বলা হচ্ছে। এমনই পরিস্থিতির মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, গত দশ দিনে কেরালায় মদ বিক্রি হয়েছে ৫০০ কোটি টাকার৷ কেরলা স্টেট বেভারেজ কর্পোরেশন’র রিপোর্টের ওপর ভিত্তি করে এই খবর সামনে এসেছে। খবর অনুযায়ি, গত ১৫ অগাস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মদ বিক্রি হয়েছে ৫১৬ কোটি টাকার৷ অর্থাৎ গোটা দেশ যখন বন্যা বিধ্বস্ত কেরালের পাশে দাঁড়ানোর আবেদন জানাচ্ছিল তখন গত ১০ দিনে এই বিপুল পরিমান মদ ব্যবহার করেছেন কেরলবাসীরা৷

কেরালায় এখনও ৩.২৬ লক্ষ মানুষ ত্রাণশিবিরে রয়েছে৷ সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩২২জন৷ বন্যার ১৫ দিন কেটে গেলেও এখনও সকলে নিজের আত্মীয়দের খুঁজে পাননি৷ বাড়ি ফেরার অবস্থাতেও নেই হাজার হাজার মানুষের। ৩.৬৪ লাখ পাখি ও ১৭ হাজার বড় পশুর মৃতদেহ উদ্ধার করে কবর দেওয়া হয়েছে৷ এই সবের মধ্যেও মদ বিক্রির হিসাব নিঃসন্দেহে চমকপ্রদ৷

Related Posts

Leave a Reply