এক জীবনে ওয়ানডে ক্রিকেটে ৫০০ ছক্কা !
কলকাতা টাইমসঃ
ক্রিস গেইলের ৫০০ ছক্কা। ক্যারিবীয়ানদের বিরুদ্ধে গোটা ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা মেরেছেন ২৪টি ছক্কা। যার মধ্যে বাটলার একাই মেরেছেন ১২টি। পরে ব্যাট করতে নেমে এর জবাব দিলেইন ক্রিস গেইল। ওয়ানডে ক্রিকেটে ৫০০তম ছক্কা মেরে ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
ইংল্যান্ডের ৪১৮ রানের জবাবে ৯৭ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবীয় দানব। ১১টি চারের বিপরীতে মেরেছেন ১৪টি ছক্কা। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় ২৯ রানে ম্যাচটি হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়ে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড কেন ফেভারিট, সেটা যেন প্রমাণ করে দিয়েছেন এউইন মরগ্যানরা। অধিনায়ক হিসেবে তিনি উপহার দিয়েছেন ১০৩ রানের ঝলমলে ইনিংস। বিধ্বংসী জস বাটলার করেছেন ৭৭ বলে ১৫০।
চলতি সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এদিন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কার মালিক হয়ে গেছেন তিনি। ৪৭৬ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আফ্রিদি।