এই ম্যাচ একসঙ্গে দেখা তো দূর, পোস্ট করলেও জরিমানা ৫ হাজার
কলকাতা টাইমস :
জম্মু-কাশ্মীরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ নোটিস জারি করে জানিয়ে দিয়েছে যে, কোনওভাবেই একসঙ্গে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। এমনকি ম্যাচ নিয়ে কোনও কিছুই পোস্ট করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই খেলা দেখার ব্যাপারে এই বিধিনিষেধ আরোপ করা হল।
আরও বলা হয়েছে, ম্যাচ চলাকালীন কলেজ আবাসনের কোনও আবাসিক একসঙ্গে বসে খেলা দেখবে না। নিজেদের জন্য বরাদ্দ ঘরের মধ্যে বসেই খেলা দেখতে হবে। অন্যান্য শিক্ষার্থীদের নিজেদের ঘরে ঢুকতে দিতে বারণ করা হয়েছে।
এছাড়াও শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ম্যাচ সম্পর্কিত কোনও সামগ্রী পোস্ট করা এড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই নির্দেশের অন্যথা হয় তবে অভিযুক্তদের ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে।