September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অপমানে সোজা হাজতে ৬ মাস

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সংযুক্ত আরব আমিরাতে কাউকে অপমান করলে জড়িত ব্যক্তিকে ৬ মাসের কারাভোগ বা পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে। কোনো ব্যক্তিকে টেলিফোনে, সামনাসামনি বা চিঠির মাধ্যমে অপমান করা হলে জড়িত ব্যক্তিকে এই সাজা ভোগ করতে হবে।

আমিরাতের পাবলিক প্রসিকিউশন অপমানের শাস্তির বিষয়টি পরিষ্কার করতে গিয়ে টুইটারে এই তথ্য জানিয়েছে বলে সংবাদমাধ্যম গালফ নিউজ নিশ্চিত করেছে।

এক ভিডিওতে পাবলিক প্রসিকিউশন জানায়, ফেডারেল পেনাল কোডের ৩৭৪ ধারা অনুযায়ী কাউকে টেলিফোনে বা অন্যদের সামনে বা চিঠির মাধ্যমে অপমান করা হলে জড়িতকে অনধিক ৬ মাস সাজা ভোগ বা সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে। তবে কাউকে যদি অন্যদের অনুপস্থিতে বা চিঠির মাধ্যমে অপমান করা হয় তাহলে শুধুমাত্র সর্বোচ্চ পাঁচ হাজার দিরহাম জরিমানা গুনতে হবে।

এছাড়া কোনো সরকারি চাকরিজীবী বা জনসেবায় নিয়োজিত কেউ এ ধরনের অপরাধ করলে তাকেও এই সাজা ভোগ করতে হবে।

Related Posts

Leave a Reply