মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন সেদেশের ৬ এমপি
কলকাতা টাইমসঃ
আতংকে মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন সেদেশের ৬ জন এমপি। জানা যাচ্ছে, মূলত সেনা প্রশাসকদের হাতে গ্রেফতারের আশঙ্কাতেই তাঁরা ভারতে আশ্রয় চেয়েছেন। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত প্রায় ১,৮০০ জন মিয়ানমারের নাগরিক ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। মূলত মিয়ানমার সংলগ্ন মিজোরামকেই তাদের আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছেন আতঙ্কগ্রস্ত মিয়ানমারিরা।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যত্থানের মাধ্যমে দেশের সমস্ত ক্ষমতা করায়ত্ব করে মিয়ানমারের সেনা বাহিনী। এর পর থেকেই গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলনে উত্তাল মিয়ানমারের সাধারণ জনগণ। ইতিমধ্যেই পুলিশের গুলির সামনে প্রাণ দিয়েছেন সেদেশের প্রায় ৬০০ জন আন্দোলনকারী।