November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

  বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী মহিলার মধ্যে ৬জন ভারতীয়

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জ বুধবার বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী মহিলার নাম প্রকাশ করেছে বিবিসি। সেই তালিকায় উঠে এসেছে ৬ জন ভারতীয়ের নাম। পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়—এমন ৬টি ক্যাটাগরিতে বিচার করা হয়েছে এই সমস্ত মহিলাদের।

ভারতীয় মহিলাদের মধ্যে রয়েছেন: পারভিনা অঙ্গার (নলেজ ক্যাটাগরি), প্রগতি সিং( লিডারশিপ), ভেনাডা শিবা (আর্থ), নাতাশা নোয়েল (আইডেন্টিটি), সুস্মিত মোহান্তি (নলেজ), শুভলক্ষী নন্দী (আইডেন্টিটি)। উল্লেখ্য, পারভিনা অঙ্গার জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।

এই তালিকায় দু’জন পাকিস্তানি মহিলার নাম রয়েছে। এরা হলেন: জলিলা হায়দার (লিডারশিপ)। তিনি পেশায় একজন আইনজীবী। অপরজন আফগান বংশোদ্ভূত পাকিস্তানি জারিফা গাফারি।

নেপাল: বনিতা শর্মা (নলেজ)। তিনি একজন উদ্যোক্তা।

শ্রীলঙ্কা: আচারিয়া পেইরিস (লিডারশিপ)। তিনি পেশায় একজন ডিজাইনার।

Related Posts

Leave a Reply