অবসরে ‘ছয় ছক্কা’
কলকাতা টাইমসঃ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সিক্সার কিং যুবরাজ সিং। আজ সোমবার অবসরের কথা ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, “গত ২৫ বছর ধরে ২২ গজে থাকার পর এবং ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে উপভোগ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি সরে যাওয়ার।” তিনি বলেন, “এই খেলা আমাকে শিখিয়েছে কীভাবে লড়তে হয়, পড়ে গেলে ধুলো ঝেড়ে কীভাবে উঠে দাঁড়াতে হয় আর এগিয়ে যেতে হয়।”
২০০০ সালে নাইরোবিতে ভারতের হয়ে অভিষেক। ২০০৩ সালে মোহালিতে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে টেস্টে ক্রিকেটের শুরু। মোট ৪০টি টেস্ট খেলে যুবরাজের করেন ১৯০০ রান। ২০০৭ সালে বেঙ্গালুরুতে ভারত-পাকিস্তান টেস্টে ১৬৯ তাঁর টেস্টে সর্বোচ্চ রান। ৩০৪টি একদিনের ম্যাচে যুবরাজের মোট রান ৮৭০১। একদিনের ম্যাচে ১৪টি সেঞ্চুরি এবং ৪২টি অর্ধ শতরান করেছেন যুবরাজ। ২০১৭ সালে কটকে ইংল্যান্ড এর বিরুদ্ধে করা ১৫০ রান তার একদিনের ম্যাচে সর্বোচ্চ রান।